ফ্রান্স দুর্দান্ত দল, আমরা আমাদের মত খেলব : মার্টিনেজ

 স্বপ্নের ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। আগামীকাল সোনালী ট্রফি জয়ের লক্ষ্যে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ের আগে ফ্রান্সকে দল হিসেবে দুর্দান্ত মানছেন এমি মার্টিনেজ।

এমি মার্টিনেজ–আর্জেন্টিনার বাজপাখি খ্যাত এই গোলরক্ষক আজ শনিবার (১৭ ডিসেম্বর) হাজির হয়েছিলেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। জানালেন তার ক্যারিয়ারের উত্থান - পতনের গল্প। আজকের অবস্থানে আসতে মার্টিনেজকে পাড়ি দিতে হয়েছে লম্বা পথ, করতে হয়েছে পরিশ্রম। 

একটা সময় পরিবারের জন্য ইন্ডিপেন্ডিয়েন্টে থেকেছেন মার্টিনেজ, আর আজ তাকে সমর্থন করে পুরো আর্জেন্টাইনরা। মার্টিনেজ বলেন, ‘এখানে (আর্জেন্টিনা দলে) কিভাবে এলাম তা নিয়ে ভাবতে চাইনা। আমি একজন যোদ্ধা। আমি ১২ বছর বয়স থেকেই ইন্ডিপেন্ডিয়েন্টে একা থাকতে গিয়েছিলাম। তখন, আমার পরিবারের আর্থিক সাহায্যের প্রয়োজন ছিল। এখন পুরো আর্জেন্টিনা আমাকে সমর্থন করে।’

এরপর দল নিয়ে কথা বলেন মার্টিনেজ। শুরুতেই সামনে আসে সৌদির বিপক্ষে হারের স্মৃতি। মার্টিনেজ বলেন, ‘আমরা সৌদি আরবের কাছে হেরেছিলাম। এরপর আমরা উন্নতি করতে শুরু করি। আমরা সেদিন হারের পর ফাইনালে যাওয়ার জন্য আমাদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা সেটি পেরেছি।’

আর এটি সম্ভব হয়েছে সমর্থনের জন্য। মার্টিনেজ মনে করেন তারা আর্জেন্টিনায় রয়েছে। সমর্থকদের নিয়ে মার্টিনেজ বলেন, ‘প্রতিটি খেলায় আমরা সমর্থকদের সমর্থন অনুভব করি। আমরা এমনভাবে খেলি যেন আমরা আর্জেন্টিনায় আছি। কারণ আমাদের প্রতি মানুষের সমর্থন রয়েছে।’

এরপরই ফ্রান্সকে নিয়ে কথা বলেন মার্টিনেজ। তার মতে ফ্রান্স দুর্দান্ত একটি দল। ফ্রান্সের বিপক্ষে কিভাবে কি করতে হবে সেটি নিয়েও কথা বলেন মার্টিনেজ। তিনি বলেন, ‘ফ্রান্স একটি দুর্দান্ত দল, আমরা দীর্ঘদিন ধরে তাদের অনুসরণ করছি। আমরা জানি তাদের বিপক্ষে কিভাবে খেলতে হবে, কি পরিকল্পনা করতে হবে।’

ফ্রান্সকে দুর্দান্ত মনে করলেও নিজেদের মত খেলতে চান মার্টিনেজ। এই নিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের মত খেলব, এবং আমরা তাদের আঘাত করার চেষ্টা করব। আমাদের কাছে বিশ্বের সেরা খেলোয়াড় আছে। আমরা ভালো খেললে আমাদের জয়ের সুযোগ থাকবে।’

এছাড়াও মার্টিনেজ জানান বিশ্বকাপের সেরা ভক্তও তিনি। মার্টিনেজ বলেন, ‘এই বিশ্বকাপে আমি একজন খেলোয়াড় হওয়ার আগে আমি একজন ভক্ত।’

সবশেষে কোপা আমেরিকার চেয়ে এই বিশ্বকাপে মেসিকে এগিয়ে রাখছেন তিনি। মেসিকে নিয়ে মার্টিনেজ বলেন, ‘আমি বিশ্বকাপে মেসিকে শারীরিক ও প্রযুক্তিগতভাবে কোপা আমেরিকার চেয়ে অনেক ভালো দেখছি।’

....

Post a Comment

Previous Post Next Post