অক্ষর প্যাটেলকে সুইপ করেই রানের জন্য ছুটলেন জাকির, বল যতক্ষণে সীমানা দড়ি স্পর্শ করেছেন ততক্ষণে আকাশ পানে লাফিয়ে উদযাপনে মত্ত জাকির হাসান। এরই সাথে নিজেকে নিয়েছেন ইতিহাসের পাতায়।
ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন জাকির। এরই সাথে আমিনুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসানের পর চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
গল্পটা এখানেই শেষ নয়, টেস্টে বাংলাদেশের জার্সিতে অভিষেকে চতুর্থ ইনিংসে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন জাকির। এরআগে ২০১৬ সালে ৬৪ রান করে শীর্ষে ছিলে সাব্বির রহমান।
এছাড়াও ওপেনার হিসেবে অভিষেক ম্যাচে বাংলাদেশের জার্সিতে সেঞ্চুরির দেখা পাওয়া প্রথম ব্যাটার জাকির। এছাড়াও বিশ্বের দ্বিতীয় ওপেনার হিসেবে অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন জাকির হাসান।
এবং টেস্ট ক্রিকেট ইতিহাসে অভিষেক টেস্টের চতুর্থ ইনিংস অষ্টম ব্যাটার হিসেবে সেঞ্চুরির দেখা পেয়েছেন জাকির হাসান।