স্বপ্নের ফাইনালে ওঠা হয়নি ক্রোয়েশিয়া ও মরক্কোর। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে ২-১ গোলে হারিয়ে কাতাড বিশ্বকাপের ইতি টেনেছে লুকা মদ্রিচের দল।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৯ টায় মুখোমুখি হয় ক্রোয়েশিয়া ও মরক্কো। শক্তির বিচারে এগিয়ে থাকা ক্রোয়েশিয়া ম্যাচেও এগিয়ে যায় ৭ মিনিটেই। গভার্দিওলের হেডে এগিয়েে গেলেও ২ মিনিটের মাথায় মরক্কোকে সমতায় ফেরান দারি। এরপর প্রথমার্ধের আগ মূহুর্তে আরও একবার মরক্কোর জালে বল জড়ান ওরসিচ।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকেন মরক্কো। বেশকিছু সুযোগ তৈরি করলেও ঠিকানা খুজে পাননি কেউই। রেফারির শেষ বাঁশি বাজার মধ্য দিয়ে উল্লাসে মেতে ওঠে ক্রোয়েশিয়ান। এরই সাথে কাতার বিশ্বকাপে তৃতীয় স্থানে থেকে শেষ করলো দলটি।