দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ছড়ায়নি উত্তেজনা। ভারতের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে অসম্ভবকে সম্ভব করা হয়ে ওঠেছি বাংলাদেশের। জাকিরের সেঞ্চুরি ও সাকিবের ৮৪ রানের করেও ১৮৮ রানের হার মেনেছে বাংলাদেশ।
এরআগে ১৪ ডিসেম্বর শুরু হওয়া ম্যাচে চেতেশ্বর পুজারার ৯০ ও শ্রেয়াশ আইয়ারের ৮৬ রানে ভর করে ৪০৪ রানের পুঁজি পেয়েছিল ভারত। ভারতের ৪০৪ রানকে সামনে রেখে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
প্রথম ইনিংসে ২৫৪ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে সুবমান গিল ও চেতেশ্বর পুজারার জোড়া সেঞ্চুরিতে ২৫৮ রানে ইনিংস ঘোষণা করে ভারত। এতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫১৩ রানের।
৫১৩ রানকে সামনে রেখে ব্যাটিংয়ে নেমে নাজমুল শান্ত ও অভিষিক্ত জাকির হাসানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দলীয় ১২৪ রানের মাথায় শান্ত ৬৭ রানে আউট হলে দ্রুত ফিরে যান ইয়াসির রাব্বিও। এরপর লিটন দাসও হতাশ করলে চাপে পড়ে বাংলাদেশ।
একপ্রান্তে যাওয়া আসার মিছিল হলেও অপরপ্রান্তে দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন অভিষিক্ত জাকির হাসান। সেঞ্চুরির পরেই রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়ে সাজঘরে ফিরলে হতাশ করেন নুরুল হাসান সোহান। দিনের শেষ বিকেলে সাকিব ও মিরাজ সাবধানী ব্যাটিংয়ে শেষ করলেও জয়ের আশা ছিলো না।
আজ সকালে এগ্রেসিভ ব্যাটিংয়ে সাকিব ভালো কিছুই আভাস দিলেও শুরুতেই ফিরে যান মিরাজ। এরপরও সাকিব চালিয়ে যান এগ্রেসিভ ব্যাটিং। ৬ ছক্কা ও ৬ চারে ৮৪ রানে সাকিব আউট হলে ১৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিহি। এরপর তাইজুল-এবাদতরা জুটি গড়তে ব্যর্থ হলে ৩২৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের পক্ষে অক্ষর প্যাটেল ৪ টি ও কুলদীপ যাদব ৩ টি উইকেট শিকার করেন।